সিলেট কুশিয়ারা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষিত হওয়ায় জেলা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর কমিটি।। আজ ০৭ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনী পয়েন্ট হতে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক তাহির আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহী-উল আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক সাইদ আহমদ জামিল, যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন, যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, আহবায়ক সদস্য জাবেদ আহমদ, কয়েছ আহমদ, শরীফ আহমদ, ইমাউল করিম আলম, জাহাঙ্গীর আলম, রহমত আলী, আরিফ আহমদ জিল্লু, পৌর শাখার যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, আহবায়ক সদস্য অয়েছ আহমদ ও আতিক আহমদ প্রমুখ।
Leave a Reply