সিলেট কুশিয়ারা ডেস্ক : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-১ এর সিলেট বেইসড সিনিয়র লায়ন নেতৃবৃন্দকে নিয়ে এক জরুরি সভা ২৯শে মে রবিবার রাত সাড়ে ৯টায় সিলেট ষ্টেশন ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরসি হেড কোয়ার্টার লায়ন হারুন আল-রশীদ দিপু এমজেএফ, পরিচালনা করেন এডভাইজার টু ডিজিস কাউন্সিল লায়ন আমিন উদ্দিন আহমদ।
সভায় উপস্থিত ছিলেন এডভাইজার টু ডিজিস কাউন্সিল লায়ন ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, লায়ন গৌতম লাল দত্ত, আরসি হেড কোয়ার্টার লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আহমদ চৌধুরী, প্রাক্তন ডিস্ট্রিক্ট ট্রেজারার লায়ন সাজুয়ান আহমদ, আরসি লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, হলিসিটি লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন চন্দন শাহা, সিলেট লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মুহিতুর রহমান এমজেএফ, ডিস্ট্রিক্ট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, কুশিয়ারা লায়ন্স ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, সিলেট লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন আব্দুল্লাহ আল মামুন শামুন ও লায়ন দেলোয়ার হোসেন জাহাঙ্গীর ।
সভায় সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের জন্য লায়ন্স জেলা ৩১৫বি-১ এর মাননীয় জেলা গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ কর্তৃক লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ইমার্জেন্সি গ্রান্ট আসায় সিলেট বেইসড লায়ন্স ক্লাবের পক্ষথেকে জেলা গভর্নরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং জেলা গভর্নরের নির্দেশনা অনুযায়ী সিলেটে ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে- লায়ন হারুন আল রশীদ দিপু-কে চেয়ারম্যান, লায়ন সাজুয়ান আহমদ-কে মেম্বার সেক্রেটারি ও লায়ন আমিন উদ্দিন আহমদ-কে ট্রেজারার করে ৩৩ সদস্যের সিলেট বেইসড ত্রাণ বিতরণ কমিটির প্রস্তাবিত তালিকা জেলা গভর্নরের অনুমোদনের জন্য পাঠানো হয়। বিজ্ঞপ্তি
Leave a Reply