সিলেট কুশিয়ারা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিলের উদ্দোগে স্থানীয় পনাইরচক উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্ভোধন হলো মিনি কুশিয়ারা প্রিমিয়ার লীগ ২০২০।
গতকাল (১৬ আগষ্ট) রবিবার বিকাল ৩ ঘটিকায় এই লীগের শুভ উদ্ভোধন করেন যুব সংগঠক আমিন উদ্দিন আহমদ ও শিক্ষাবিদ মোঃ জসিম উদ্দিন মাষ্টার এ সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও মিনি কুশিয়ারা প্রিমিয়ার লীগ ২০২০ এর আয়োজক কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী অনুষ্টানে আমন্ত্রিত অতিথিরা কুশিয়ারা তীরবর্তী এলাকার ক্রিকেটের উন্নতির জন্য কুশিয়ারা ক্রিকেট কাউন্সিলের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিলের যেকোনো সহায়তায় তারা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
গোলাপগঞ্জের কুশিয়ারা তীরবর্তী ক্রিকেটারদের নিয়ে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিল গঠিত। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিলামের মাধ্যমে তারা তাদের দল নির্বাচন করে।
উদ্ভোধনী খেলা অনুষ্টিত হয় জামিল মাল্টি সার্ভিসেস ক্রিকেট দল বনাম স্বাদ এন্ড কোং ক্রিকেট দল মধ্যে।
ম্যাচে টসে জিতে জামিল মাল্টি সার্ভিসেস দল ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। খেলায় স্বাদ এন্ড কোং ক্রিকেট দলকে ২ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় জামিল মাল্টি সার্ভিসেস।
স্বাদের ক্রিকেটার লিমনের অনবদ্য ৯৬ রান ও ৫ উইকেটের বিনিময়েও হার এড়াতে পারেনি স্বাদ এন্ড কোং। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত লিমন আহেমদ। গেম চেঞ্জার এ্যাওয়ার্ড পান এমাদ আহমেদ।
Leave a Reply