সিলেট কুশিয়ারা ডেস্ক : কয়েকদিনের টানা বৃষ্টিপাতে আর আকস্মিক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। হঠাৎ করেই সুরমা, কুশিয়ারা নদীর পানি বাড়ায় বেশ আতঙ্কের মধ্যেই রয়েছেন ঐ এলাকার বাসিন্দারা। এসব নদীর পানি এখন বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন হাওরের পানিও বাড়ছে সমানতালে পাল্লা দিয়ে।
ভারতের মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাতের ফলে আর সেই পানি উজান বেয়ে বাংলাদেশে ঢুকার কারনেই সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও গোলাপগঞ্জের নিম্নাঞ্চলের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছেন। এমনকি সিলেট শহরের একাধিক এলাকায় অসংখ্য বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। বানবাসী এসব মানুষগুলোর মধ্যে কেউ কেউ আবার নিরাপদ আশ্রয়ে ছুটছেন।
বন্যায় ইতিমধ্যে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও গোলাপগঞ্জের নিম্নাঞ্চলের ইউনিয়ন শরিফগঞ্জ, বাদেপাশা এলাকায় ব্যাপক ফসলি জমি, রাস্তা-ঘাট, হাট-বাজার, অনেক স্কুল-মাদ্রাসা ও অসংখ্য পুকুরে চাষের মাছ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এর সাথে সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে এখন সরকার থেকে আশু পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে দাড়িয়েছে।
Leave a Reply