সিলেট কুশিয়ারা ডেস্ক : ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানী শাষক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকে; যাঁদের আত্মত্যাগে বাঙালী পেয়েছিল ভাষার অধিকার। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালীর আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে সারা বিশ্ব।
রবিবার (২১শে ফ্রেব্রুয়ারি) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-১, বাংলাদেশ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ভাইস এরিয়া লিডার ক্যাম্পেইন ১০০ লায়ন ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, লায়ন্স জেলা ৩১৫বি-১ এর জেলা গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, তদীয়পত্নী লায়ন প্রফেসর জুলেখা বেগম জুই, বি-৩ এর ফাস্ট ভাইস জেলা গভর্নর লায়ন নাসির মাহমুদ পিএমজেএফ, তদীয়পত্নী লায়ন ফিরদউসি মাহমুদ, বি-১ এর সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন শরিফ আলী খান, তদীয়পত্নী লায়ন রেখা শরিফ, বি-৩ এর সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন প্রফেসর ডাঃ সিরাজুল হক চৌধুরী এমজেএফ, বি-১ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন প্রফেসর ডাঃ আজিজুর রহমান, বি-৩ এর আরসি হেডকোয়াটার লায়ন ডাঃ কাজী মাজহারুল ইসলাম দোলন এমজেএফ, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ, এডভাইজার টু ডিজি লায়ন ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, আরসি হেডকোয়াটার এন্ড ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, আরসি হেডকোয়াটার সাজুয়ান আহমদ, এসএলএফ সেক্রেটারি ইমরান আহমদ, আরসি হেডকোয়াটার এন্ড ডিষ্ট্রিক্ট গভর্নর প্রটোকল লায়ন আমিন উদ্দিন আহমদ, কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন মুহিতুর রহমান, লায়ন আব্দুল্লাহ আল মামুন, লায়ন মোসাব্বির মোঃ মুসা ।
Leave a Reply