সিলেট কুশিয়ারা ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও লক্ষিপাশা ইউনিয়ন বিএনপি’র বর্তমান আহবায়ক সাহেদ আহমদ সুয়াই গুরুতর অসুস্থ্য ! দোয়া ও সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন বিএনপি নেতারা।
গত ২৪ জানুয়ারী ভোর রাতে সাহেদ আহমদ সুয়াই নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করলে পরিবারের লোকজন তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তাহার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানতে লক্ষিপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক আবুলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অসুস্থ্য সাহেদ আহমদ সুয়াই বর্তমানে হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আলহামদুলিল্লাহ্! আজ সাহেদ আহমদ সুয়াই’র শারীরিক অবস্থা কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে অসুস্থ্য সাহেদ আহমদ সুয়াই’র আশু সুস্থতা কামনা করে এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউল ইসলাম জিতু মিয়া।
Leave a Reply