সিলেট কুশিয়ারা ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের আমীর ও চট্রগ্রামের হাটহাজারী মাদ্রাসার সদ্য সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সন্ধ্যায় তিনি পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তাকে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়। পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য, আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।
আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যুতে সিলেট কুশিয়ারা ডটকম পরিবার গভীরভাবে শোকাহত। আমরা উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহতালা উনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন–আমীন।
Leave a Reply