সিলেট কুশিয়ারা ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে ইউনিয়নের সকল কাউন্সিলর বৃন্দের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সভাপতি পদে লোকমান আহমদ লকুছ, সিনিয়র সহ সভাপতি পদে মুহিউদ্দিন রুবুল সাধারণ সম্পাদক পদে শাহীন আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহাব উদ্দিন সাহেদ ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ছালিম আহমদকে নির্বাচিত করা হয়।
ইউনিয়নের স্থানীয় বাগলা বাজারে বিকেলে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক লোকমান আহমদ লকুছ। ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন আলালের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল গফুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী, নোমান উদ্দিন মুরাদ, হেলালুজ্জামান হেলাল, মনিরুজ্জামান উজ্জ্বল, মামুনুর রশীদ মামুন, আমিন উদ্দিন আহমদ, হাজী আব্দুল জলিল সেলিম, সিলেট জেলা যুবদলের সদস্য আলী আহমদ আলম ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এ এস এম আশরাফ বাদল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা এম মুজিবুর রহমান, এস এ রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, সদস্য মাসুদ আহমদ ও লায়েক আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকারিয়া আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিউদ্দিন রুবুল।
এদিকে সন্ধ্যায় উপজেলার আরেকটি ইউনিয়ন বুধবারী বাজার ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন স্থানীয় বুধবারী বাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুক আহমদ।
Leave a Reply