সিলেট কুশিয়ারা ডেস্ক : গোলাপগঞ্জে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিল(KCC) এর আয়োজনে “কুশিয়ারা সুপার কাপ সিজন-২” উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ ফ্রেব্রুয়ারি) বেলা ৩ টায় স্থানীয় ভাদেশ্বর মীরগঞ্জ বাজার সংলগ্ন ফতেহপুর মাঠে ঐতিহ্যবাহী কুশিয়ারা তীরবর্তী এলাকার গ্রামভিত্তিক সর্ববৃহৎ ক্রিকেটের আসর কুশিয়ারা ক্রিকেট কাউন্সিল(KCC) এর আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করলেন সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ যুব সংগঠক আমিন উদ্দিন আহমদ। অনুষ্টানে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিল(KCC) এর পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কুশিয়ারা তীরবর্তী কাদিপুর চ্যালেঞ্জার্স বনাম ফতেপুর ইলেভেন ব্রাদার্স অংশগ্রহণ করে।
Leave a Reply