সিলেট কুশিয়ারা ডেস্ক : যুব সংগঠক ও সমাজকর্মী লায়ন আমিন উদ্দিন আহমদ ইংরেজি নববর্ষ ২০২২-কে স্বাগত জানিয়ে দেশ-বিদেশের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ভালো-মন্দ কিছু স্মৃতির মধ্যদিয়ে শেষ হয়ে গেলো ২০২১ সাল। শুরু হলো এক নতুন কাউন্টডাউন ২০২২ সাল। নতুন বছর ২০২২ সালের আগামীর দিনগুলো আমাদের সকলের জন্য হউক সুখ, শান্তি, নিরাপদ ও সমৃদ্ধির। মহামারী করোনাভাইরাসে লণ্ডভণ্ড পৃথিবী যেনো আগের স্বাভাবিক রূপ ফিরে পায়।
বিদায় বছরের সকল গ্লানি মূছে গিয়ে আগামীর পথচলা সবার জন্য যেনো মসৃন হয়। সুখ, সমৃদ্ধি ও সাফল্য নিয়ে আসুক সবার জীবনে এই প্রত্যাশা নতুন বছরের শুভ লগ্নে। সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
Leave a Reply