সিলেট কুশিয়ারা ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে লায়ন্স জেলা ৩১৫ বি-১, বাংলাদেশ। গতকাল ২১ফেব্রুয়ারি (সোমবার) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ এর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ফাস্ট ভাইস জেলা গভর্নর লায়ন শরীফ আলী খান এমজেএফ, লেডি ভিডিজি লায়ন রেখা শরীফ, সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, লেডি ভিডিজি লায়ন শিরিন আক্তার রুবি, কেবিন সেক্রেটারি লায়ন ফাহমিদা ইয়াছমিন জেছমিন, কেবিনেট ট্রেজারার লায়ন শফিকুল আলম কনক এমজেএফ, ডিস্ট্রিক্ট জিএলটি কোঅর্ডিনেটর লায়ন আহসানা আক্তার, আরসি হেড কোয়াটার লায়ন আশরাফ হোসেইন খান হীরা, লায়ন দিলরুবা ফারুক, লায়ন ইমরান আহমদ এমজেএফ, এডভাইজার টু ডিজিস কাউন্সিল লায়ন আমিন উদ্দিন আহমদ, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন ফিরুজ আহমদ, লায়ন আব্দুল্লাহ আল মামুন, জেডসি লায়ন মুহিতুর রহমান এমজেএফ ও লায়ন হুমায়ুন আহমদ প্রমুখ।
Leave a Reply